ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরসূরীর হাতে ক্ষমতা হস্তান্তর করলেন সালেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, ফেব্রুয়ারি ২৭, ২০১২
উত্তরসূরীর হাতে ক্ষমতা হস্তান্তর করলেন সালেহ

সানা : বিতর্কিত প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ আনুষ্ঠানিকভাবে তার উত্তরসূরী দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। তার ক্ষমতা গ্রহনের মধ্য দিয়ে ইয়েমেনে আলি আবদুল্লাহ সালেহর ৩৩ বছরের এক নায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটলো।


 

সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গণআন্দোলনের মুখে সরে যাওয়া সালেহ সোমবার রাজধানী সানায় অনুষ্ঠিত অনুষ্ঠানে তার উত্তরসূরী মনসুর হাদিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে ইয়েমেনে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন নিশ্চিত হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট হাদিকে সমর্থন জানিয়ে তার পাশে থাকারও আশ্বাস দেন তিনি ।

প্রেসিডেন্ট হাদি গত শনিবার ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।    
 
এদিকে অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী সানাতে উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ বাসিনদায়া অভিষেক অনুষ্ঠান বর্জন করেন। অপর দিকে রাস্তায় বিক্ষোভকারীরা হাদির অভিষেক অনুষ্ঠানে সালেহর উপস্থিতির বিরোধিতা করে প্রতিবাদ জানায়।

সাবেক প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেলেও ইয়েমেনের ক্ষমতাশালী মহলে তার প্রভাব এখনও ব্যাপক। দেশটির নীতি নির্ধারণে সালেহ এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখেন বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।

বাংলাদেশ সময় : ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।