ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাঠমান্ডুতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ফেব্রুয়ারি ২৭, ২০১২
কাঠমান্ডুতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

কাঠমান্ডু: নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। রাজধানীর একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



পুলিশ বলছে, নেপাল অয়েল করপোরেশন ভবনের বাইরে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আরো ছয় জন আহত হয়েছে।

ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের একটি স্বল্প পরিচিত সশস্ত্র সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি।

নেপাল পুলিশের মূখপাত্র বিনোদ সিং বলেছেন, সোমবার স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে সরকারি অফিস ও জেলা আদালতের নিকটে এই বোমা বিস্ফোরিত হয়। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

এদিকে, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের একটি সংগঠনের পক্ষে এক ব্যক্তি নিজেকে সংগঠনের মুখপাত্র দাবি করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, অবহেলিত ও বঞ্চিত জনগণের অধিকার আদায়ের জন্য তারা লড়াই করছেন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতি ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে প্রতিবাদ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।