ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে গুলি, হতাহত ৫ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, ফেব্রুয়ারি ২৮, ২০১২
যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে গুলি, হতাহত ৫ শিক্ষার্থী

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের এক বিদ্যালয়ে উন্মক্ত বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত ও অপর চারজন মারাত্মক ভাবে আহত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশে অবস্থিত চ্যারডোন শহরের একটি হাইস্কুলের ক্যাফটেরিয়ায় ওই বন্দুক ধারী গুলি চালানো শুরু করলে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ।



হামলার সময় শিক্ষার্থীরা ক্যাফটেরিয়ায় সকালের নাস্তা খেতে জড়ো হয়েছিলো বলে জানায় কর্তৃপক্ষ। হামলায় আহত দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর ।

গুলি চালানোর পর দৌড়ে পালানোর চেষ্টা করার সময় অভিযুক্ত বন্দুকধারীকে এক শিক্ষক ধরে  ফেলেন । ঘাতক এখন পুলিশী হেফাজতে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


স্থানীয় সিউয়োগা কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে গুলিতে নিহত শিক্ষার্থীর নাম ডেনিয়েল পারমারটোর। হামলার সময় ভোকেশনাল স্কুলে যাওয়ার বাসের জন্য সে ওই ক্যাফটেরিয়ায় অপেক্ষা করছিলো।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছে বন্দুকধারী ক্যাফটেরিয়ায় শিক্ষার্থীদের একটি জটলার ওপর গুলি চালানো আরম্ভ করে।

চারডোন শহরের সকল বিদ্যালয়কে মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫ হাজার অধিবাসীর শহর চারডোন ওহিও’র ক্লিভল্যান্ড সিটি শহর থেকে ৩০ মাইল পূর্বে অবস্থিত।

বাংলাদেশ সময়:০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।