দামেস্ক: সোমবার সিরিয়ার গণভোটের ফলাফল ঘোষণার মধ্যেই নিরাপত্তা বাহিনীর হামলায় আরও ১২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।
সিরিয়ার ক্ষমতাসীন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত গণভোটের ফলাফলে অনুযায়ী দেশটির বেশির ভাগ ভোটারই প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংস্কার প্রস্তাবকে সমর্থন করে হ্যাঁ ভোট দিয়েছেন।
এদিকে নিরাপত্তা বাহিনীর হাতে অবরুদ্ধ শহর হোমসের নিকটবর্তী গ্রামীন এলাকায় ৬২ টি মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে বিরোধী আন্দোলনকারীরা। স্থানীয় রাম-আল-আঞ্জ ও ঘাজারিয়া গ্রামের মধ্যবর্তী স্থান থেকে সোমবার এই ৬২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।
বাব আমর এলাকার এক অধিবাসী জানান উভয় পক্ষের লড়াই থেকে পালানোর চেষ্টার সময় ওই ব্যক্তিদের অপহরণ করা হয়।
তিনি বলেন, সহিংসতা থেকে বাচাঁর আশায় অধিবাসীরা বাব আমর থেকে পালানোর চেষ্টাকালে তাদের একটি চেক পয়েন্টে আটকানো হয়। এদের মধ্যে ৬২ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের লাশ প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক অধ্যুষিত এলাকায় পাওয়া যায়।
বাব আমর এলাকাটিকে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। সরকারি বাহিনী তিন সপ্তাহের বেশি সময় ধরে শহরটিকে অবরোধ করে এর ওপর গোলা বর্ষন করে চলেছে।
এদিকে অন্যান্য বিচ্ছিন্ন ঘটনায় হোমসে আরও ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার বিরোধীদের সংগঠন লোকাল কো অর্ডিনেশন কমিটি বা এল সি সি।
হোমসের উপকন্ঠ হামিদিয়াহ, বুসতান-আল-দিওয়ান ও শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরনের আওয়াজ শোনা গেছে বলে জানান তারা।
টানা অবরোধে হোমসের অধিবাসীদের অবস্থা শোচনীয় বলে জানিয়েছেন অধিবাসীরা। শহরের মাত্র একটি হাসপাতাল খোলা রয়েছে। তবে সেখানেও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর তীব্র সঙ্কট বলে জানান তারা।
পুরো শহরে মাত্র দুটি বেকারি খোলা রয়েছে। খাবারের অভাবে বহু মানুষ ক্ষুধার্ত বলে জানিয়েছেন অধিবাসীরা।
বাশার আল আসাদের অনুগত বলে পরিচিত অপেক্ষাকৃত শান্ত শহর আলেপ্পোতেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। আলেপ্পোর শহরতলীতে নয়জন নিহত হয়। এছাড়া ইদলিবের কাছাকাছি গ্রামীন এলাকায় ১৫ জন, হামার শহরতলীতে চারজন, দামেস্কের শহরতলীতে চারজন, দামেস্কে একজন, হাসাক, আল রাক্কা ও ডেরা শহরে একজন করে নিহত হয়েছেন বলে জানিয়েছে এল সি সি।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে গণভোটে ৫৭.৪ শতাংশ ভোট পড়েছে। এদের মধ্যে ৮৯.৪ শতাংশ ভোটার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রস্তাবিত সংস্কার কর্মসূচির ওপর সমর্থন জানিয়েছেন। যদিও সিরিয়ার বাশার বিরোধী পক্ষ ও পশ্চিমা এবং আরব দেশগুলো এই গণভোটকে প্রহসন বলে নিন্দা জানিয়ে একে প্রত্যাখান করেছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২