ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করতে চায় পুতিন: বরিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করতে চায় পুতিন: বরিস বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনের বড় বড় শহর ও নগরীগুলোকে ‘গ্রোজনিফাই’ করার পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৫ মার্চ) এ খবর জানায় সংবাদমাধ্যম বিবিসি

বরিস বলেন, পুতিন শান্তি চান এটা আমি বিশ্বাস করি না। তিনি দ্বিগুণ হামলা চালানোর এবং ইউক্রেনের বড় বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।

প্রসঙ্গত, ‘গ্রোজনিফাই’ হল চেচনিয়ার রাজধানী শহর গ্রোজনির একটি রেফারেন্স। রাশিয়া যে শহরটিতে ১৯৯৯-২০০০ সালে বোমা হামলা চালিয়েছিল এবং অবরুদ্ধ করেছিল।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।