ঢাকা: লন্ডনের সেন্ট পল গির্জা থেকে পুঁজিবাদ বিরোধিদের উচ্ছেদ করেছে পুলিশ ও আদালত কর্তৃপক্ষ। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া লন্ডন পুলিশের এই অভিযানে এই সেন্ট পল গির্জার সামনে থেকে পুঁজিবাদ বিরোধিদের তাবু সরিয়ে নেয়া হয়।
প্রায় শান্তিপূর্ণভাবে এই অভিযান শেষ হলেও এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হযেছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। এদিকে এই অভিযান পরিচালনার জন্য সেন্ট পল গির্জা কর্তৃপক্ষ আদালত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়া লন্ডন সিটি কর্পোরেশনও পুলিশের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।
এই অভিযান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পুঁজিবাদ বিরোধিরা। তারা বলছে এই অভিযান পুঁজিবাদের বিরুদ্ধে তাদের আন্দোলন নস্যাতের জন্যই করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর থেকেই লন্ডনে পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা তাদের মূল ক্যাম্প হিসেবে এতদিন সেন্ট পল গির্জার সামনের অংশকে ব্যবহার করছিলো।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২