ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের নতুন পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
ভারতের নতুন পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা

নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রাকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিচ্ছে দিল্লি। কোয়াত্রা বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন, যিনি চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন।

সোমবার (০৪ এপ্রিল) নতুন পররাষ্ট্রসচিব হিসেবে বিনয় মোহন কোয়াত্রার নাম ঘোষণা করে মোদী সরকার। খবর এনডিটিভির।

এ সংক্রান্ত্র সরকারি আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ কমিটি ৩০ এপ্রিল শ্রিংলার অবসরের পর তার জায়গায় পররাষ্ট্রসচিব হিসেবে কোয়াত্রার নিয়োগে অনুমোদন দিয়েছে।

১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফসি) কর্মকর্তা বিনয় মোহন কোয়াত্রা। তিনি ওয়াশিংটন ও বেইজিংয়ে ভারতের কূটনীতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। ৩২ বছরের চাকরি জীবনে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে তিনি ২০১৭ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।