ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় সেনাপ্রধানের ইসরায়েল সফরে অসম্মতি নয়াদিল্লির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, ফেব্রুয়ারি ২৯, ২০১২
ভারতীয় সেনাপ্রধানের ইসরায়েল সফরে অসম্মতি নয়াদিল্লির

নয়াদিল্লি: ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিংকে ইসরায়েল সফরের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতিই এই সিদ্ধান্তের প্রধান কারণ।



তবে সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,  অবসর গ্রহণের সময়সীমা বিতর্ককে কেন্দ্র করে সরকারের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের সঙ্গে সরকারের চলমান শীতল লড়াই এই সিদ্ধান্তের পেছনের কারণ।

তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ধারণা প্রত্যাখান করেছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের সঙ্গে ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর বিবাদকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থিতিশীল। তাই এ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কোনো শীর্ষ ভারতীয় কর্মকর্তার ইসরায়েল সফর বিবেচনাপ্রসূত হবে না বলে মনে করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকলেও জ্বালানি ও বাণিজ্যিক খাতে ভারতের সঙ্গে ইরানের সম্পর্কও গভীর।

তবে হঠাৎ মন্ত্রণালয়ের এই অবস্থান কিছুটা প্রশ্নের জন্ম দিয়েছে। ভারতে সাধারণত সব ধরনের সামরিক সফর সূচির পরিকল্পনা কমপক্ষে এক বছর আগে থেকেই নির্ধারণ করা হয়।   তাই মন্ত্রণালয়ের এ ব্যাপারে  হঠাৎ অসম্মতি কিছুটা রহস্যজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সফরসূচি অনুযায়ী আগামী ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সেনাপ্রধান ভি কে সিংয়ের ইসরায়েল অবস্থানের কথা ছিল।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল সফরের অনুমতি না দেওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার দিনেই জেনারেল সিংয়ের অবসরে যাওয়ার আদেশ জারি করা হয়েছে।

সামরিক সচিবলায় শাখার জারি করা এই আদেশ অনুযায়ী  সেনাপ্রধান জেনারেল সিংকে আগামী ৩১ মে অবসরে যেতে হবে।

ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে জেনারেল ভি কে সিংই প্রথম কোনো কর্মরত সেনাপ্রধান, যিনি বয়স বিতর্ক নিয়ে সরকারকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। পরে অবশ্য সুপ্রিম কোর্ট থেকে পিটিশন প্রত্যাহার করেন তিনি।

সর্বোচ্চ আদালত তার বিপক্ষে সরকারকে সমর্থন করে জানান, রেকর্ড অনুযায়ী ভিকে সিংয়ের প্রকৃত জন্মতারিখ ১০ মে ১৯৫০। সেনাপ্রধান এর আগে দাবি করেছিলেন তার জন্ম তারিখ ১০ মে ১৯৫১ সাল।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।