মাদ্রিদ: ইন্টারপোলের নির্দেশনায় অভিযান চালিয়ে ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের ২৫ সদস্যকে আটক করেছে সংশ্লিষ্ট দেশগুলোর পুলিশ।
আর্জেন্টিনা, চিলি , কলম্বিয়া এবং স্পেনের পুলিশ এই অভিযানে অংশ নেয় ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স সতেরো থেকে চল্লিশের মধ্যে বলে জানায় তারা।
চিলি এবং কলম্বিয়ার বিভিন্ন ওয়েব সাইটে সাইবার হামলার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানের অংশ হিসেবে স্পেনের মাদ্রিদ ও মালাগা থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্পেনীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ দাবি করেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে এক ব্যক্তি স্পেন ও লাতিন আমেরিকায় অ্যানোনিমাসের কম্পিউটার অপারেশনের ম্যানেজার।
অ্যানোনিমাস একটি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ। গ্রুপটি মূলত মত প্রকাশের স্বাধীনতা এবং ইন্টারনেটের আরও উদারীকরণের দাবিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েব সাইটে অনুপ্রবেশ করে থাকে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২