ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে বিদ্যালয়ে গুলির ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে উন্নীত হয়েছে। ওহাইয়ো অঙ্গরাজ্যের চারডোন শহরে অবস্থিত একটি হাইস্কুলের ক্যাফটেরিয়ায় জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর এক বন্দুকধারী সোমবার গুলি চালায়।
গুলিতে তাৎক্ষনিকভাবে ১৬ বছর বয়সী ড্যানিয়েল পারমারটোর নামের এক শিক্ষার্থী নিহত হয়। রাসেল কিং জুনিয়র নামের ১৭ বছর বয়সী অপর এক আহত শিক্ষার্থীকে পরবর্তীতে ক্লিনিক্যাল ভাবে মৃত ঘোষণা করা হয়। সর্বশেষ দিমিত্রিয়াস হিউলিন নামের অপর শিক্ষার্থী মারা যায়।
সোমবার সকালে চারডোন হাইস্কুলে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।
সন্দেহভাজন ঘাতককে সঙ্গে সঙ্গেই আটক করা হয়। ঘাতক টি জে লেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
ঘটনায় আহত অপর দুই শিক্ষার্থী এখনও হাসপাতালে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়:১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২