ঢাকা: আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার শীর্ষ নেতা সাইফ আল আবদেলকে কায়রো বিমানবন্দরে আটক করা হয়েছে। বুধবার মিশরের নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
তারা জানিয়েছেন, আল কায়েদা নেতা সাইফ পাকিস্তান থেকে ছেড়ে আসা বিমানযোগে কায়রো আসেন। এর আগে বিমানটি দুবাইয়ে যাত্রা বিরতি দিয়েছিল।
সাইফ মিশরীয় নাগরিক এবং তার আসল নাম মোহাম্মদ ইবরাহিম মাক্কাবি। তিনি প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের নিরাপত্তা প্রধান ছিলেন এবং সেসময় বিভিন্ন অভিযানের তত্ত্বাবধান করতেন।
১৯৯৮ সালে পূর্ব আফ্রকায় মার্কিন দূতাবাসে বোমা হামলার জন্য তাকে দায়ী করা হয়। এর পর থেকেই যুক্তরাষ্ট্রের হিট লিস্টে তার নাম রয়েছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান অভিযানের সময় বিন লাদেনের ছেলে সাদ বিন লাদেনের সঙ্গে সাইফ ইরান পালিয়ে যান বলে যুক্তরাষ্ট্রের দাবি। তবে ইরান এই কথা কখনোই স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২