ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তেলের বিনিময়ে স্বর্ণ নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, ফেব্রুয়ারি ২৯, ২০১২

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিকল্প হিসেবে তেলের দাম ডলারের পরিবর্তে স্বর্ণে নিতে আপত্তি নেই ইরানের। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।



পরমাণু কর্মসূচি বিতর্কের জেরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে ইরানি ব্যাংকগুলোতে তেল আমদানিকারক দেশগুলোর ডলারে মূল্য পরিশোধ করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে বলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ ব্যাপারে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর মাহমুদ বাহমানি বলেছেন, কোনো ধরনের রিজার্ভেশন ছাড়াই ইরান তেলের বিনিময়মূল্য হিসেবে স্বর্ণ নেবে।

ইরানের বিরুদ্ধে আরোপিত অবরোধের অংশ হিসেবে ইইউ ইরান থেকে তেল ক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ইইউভুক্ত কোনো দেশের কোম্পানি ইরান থেকে তেল কিনতে পারবে না।

বর্তমানে ইরান ইইউ দেশগুলোতে ২০ শতাংশ তেল সরবরাহ করে থাকে।

অন্যদিকে ইরানের তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ চীন তার আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। একই সিদ্ধান্তে অটল রয়েছে ভারত।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে।

মজুদ তেলের দিক থেকে ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম। অপরিশোধিত তেল যা মূলত লেনদেন হয় মার্কিন ডলারে। কিন্তু ইরান ইতোমধ্যেই অন্যান্য মুদ্রাতে তেল বিক্রি শুরু করেছে।

অন্যদিকে দুবাইয়ের নূর ইসলামি ব্যাংক বুধবার জানিয়েছে, গত ডিসেম্বরেই তারা ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করে দিয়েছে। ইরানি ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে তারা এই পদেক্ষপ নিয়েছে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।