ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আবারো সহজ শর্তে ৮শ’ ব্যাংককে ঋণ দিলো ইসিবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, ফেব্রুয়ারি ২৯, ২০১২

ঢাকা: ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর ৮শ’ ব্যাংককে সহজ শর্তে এবং কম সুদে আবারো ৫৩ হাজার কোটি ইউরো ঋণ দিয়েছে।

এমন সহজশর্তে দ্বিতীয়বারের মতো তিন বছর মেয়াদি ঋণ দিল ইসিবি।

এর আগে গত বছরের ডিসেম্বরে ৪৮ হাজার ৯শ কোটি ইউরো ঋণ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকটি।

মুলত ইউরোজোনের ঋণ সঙ্কট নিরসন এবং ব্যাংকগুলোর তারল্য বাড়ানোর সহায়তা অব্যাহত রাখার জন্য এভাবে ঋণ দেওয়াহচ্ছে।

পাশাপাশি তারা সঙ্কটে পতিত ইউরোপের অন্যান্য দেশ যেমন- ইতালিকে আর্থিকভাবে সাহায্য করছে। কিছু ব্যাংক এই অর্থ সরকারের বন্ড কেনার কাজে ব্যবহার করছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।