অকল্যান্ড: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভূমিকম্প বিধ্বস্ত ঐতিহাসিক খ্রিস্টান উপাসনালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিধ্বস্ত উপাসনালয়টি মেরামতের অযোগ্য হওয়ায় এটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০১১ সালে নিউজিল্যান্ডে সংঘটিত এক ভয়াবহ ভূমিকম্পে ক্রাইস্টচার্চ শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিউজিল্যান্ডে গত ৮০ বছরের ইতিহাসে সংঘটিত মারাত্মক ভূমিকম্পে ১৮৫ জন নিহত হন।
নিউজিল্যান্ডের অ্যাংলিকান চার্চের বিশপ ভিক্টোরিয়া ম্যাথুস বলেছেন ভেঙে ফেলা ভবনটির জায়গায় নতুন করে উপাসনালয়টি নির্মাণ করা হবে।
এর আগে রক্ষণশীলরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।
ভূমিকম্পে বিধ্বস্ত ক্রাইস্টচার্চ ক্যাথেড্রালটি উনবিংশ শতাব্দীতে নির্মাণ করা হয়। এটিকে ক্রাইস্টচার্চের সূচনা লগ্নের প্রথম ভবন হিসেবে বিবেচনা করা হয়।
বিশপ ম্যাথুস বলেন যথাযোগ্য শ্রদ্ধা এবং সর্তকতার সঙ্গে এই ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হবে। একে অতি সত্বর পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ২২০৬ ঘণ্টা, মার্চ ২, ২০১২