ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রেড ক্রসের বহরকে আটকে দিলো সিরীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৯, মার্চ ২, ২০১২
রেড ক্রসের বহরকে আটকে দিলো সিরীয় বাহিনী

দামেস্ক: বাব আমরের বাসিন্দাদের জন্য ত্রান নিয়ে যাওয়া রেড ক্রসের বহরকে হোমসে আটকে দিয়েছে সিরীয় সরকারি বাহিনী। যদিও এর আগে সিরীয় কর্তৃপক্ষ রেডক্রসকে বাব আমরে প্রবেশের জন্য সম্মতি দিয়েছিলো।



রেড ক্রসের ত্রানবহর আটকে দেওয়ার এই ঘটনায় নতুন করে সমালোচিত হলো সিরিয়ার ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকার। সমালোচকরা দাবি করছেন মূলত অপকর্মের নজির বিশ্ববাসীর সামনে যেন প্রকাশ না পায় এ জন্যই নিরাপত্তাবাহিনী রেডক্রসের বহরকে আটকে দিয়েছে।

বাব আমর শহরটিকে প্রায় এক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে সরকারি নিরাপত্তা বাহিনী। সরকার বিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি এই শহরটিকে লক্ষ করে সরকারি বাহিনী ব্যাপক গোলা বর্ষন করে। এতে শত শত বেসামরিক লোক নিহত হওয়ার পাশাপাশি বহুলোক আহত হয়।

অবরুদ্ধ থাকার কারণে জীবন ধারণের মৌলিক সামগ্রীর অভাবে শহরটিতে মানবিক বিপর্যয় দেখা দেয়।

বাংলাদেশ সময়:২২৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।