ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, মার্চ ৪, ২০১২
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ঢাকা : রাশিয়াতে রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটিতে এটি পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচন।

এবার নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ হবে পাঁচ বছর। আগে ছিল চার বছর।

এবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী রয়েছেন পাঁচজন- প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, কমিউনিস্ট নেতা গেন্নাদি জায়ুগানোভ, জাতীয়তাবাদী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ভ্লাদিমির ঝিরিনোভস্কি, অ্যা জাস্ট রাশিয়া পার্টির নেতা সেরগেই মিরোনভ এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী বিলিয়নেয়ার মিখাইল প্রভোখভ।

৫৯ বছর বয়সী সাবেক কেজিবি গোয়েন্দা পুতিনের জয়লাভ অনেকটা নিশ্চিত বলে মনে করছে অনেকে। পর্যবেক্ষকদের ধারণা,  রাশিয়ার প্রথমদফা ভোটে পুতিন ৬০ শতাংশ ভোট পাবেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট প্রার্থী গেন্নাদি জায়ুগানোভ ১৫ শতাংশ সমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে পুতিন দুই বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা আট বছর প্রেসিডেন্ট ছিলেন তিনি। কিন্তু সংবিধানের বাধ্যবাধকতার কারণে তৃতীয়বার নির্বাচনে দাঁড়াতে পারেননি। পরে ঘনিষ্ঠ সহকর্মী পাভেল মেদভেদেভকে প্রেসিডেন্ট করে নিজে প্রধানমন্ত্রী হন।

এবারের নির্বাচনে পুতিনকেই বিজয়ী বলে ধারণা করা হচ্ছে। তারপরও তিনি ৫০ শতাংশের কম ভোট পেলে দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নিতে হবে।

তবে প্রথম দফায় জিতলে তিনিই আগামী মে’তে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন।

রাজধানী মস্কোসহ ইউরোপীয় রাশিয়ার কয়েকটি অঞ্চলে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম ভোটকেন্দ্র খোলা হয় কামচাটকা এবং মাগাদানে। শনিবার দিবাগত মাঝরাতে ভোটগ্রহণ শুরু হয় এই দুই অঞ্চলে।

ভোটগ্রহণ শেষ হবে রাশিয়ার দূর প্রাতীচ্য এলাকা কালিনিনগ্রাদে মস্কোর স্থানীয় সময় রাত ৯টায়।

ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসা ভোটারদের মধ্যে করা জরিপের ফল প্রকাশ করা হবে ভোটগ্রহণ শেষে। রোববার দিবাগত মাঝরাতেই নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বেশিরভাগ ভোটকেন্দ্রে ওয়েবক্যামেরা স্থাপন করা হয়েছে। রাশিয়ার যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, রোববার সকালেই ওয়েব ক্যামেরাগুলো সচল করা হয়েছে। সবগুলো ভালোভাবে কাজ করছে।

যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ৯৬ হাজার ভোটকেন্দ্রে ৯১ হাজার ওয়েবক্যামেরা স্থাপন করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ ওঠায় বিরোধীদের চাপে এবার ভোটকেন্দ্রে ওয়েবক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া ছয় হাজার পোলিং স্টেশনে এবার নতুন স্বয়ংক্রিয় ভোট গণনাযন্ত্র স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে আরো এক হাজার ভোটিং মেশিন স্থাপন করা হয়েছে যেগুলোতে কোনো ব্যালট পেপার লাগবে না।

পুরো ভোট প্রক্রিয়াটি অনলাইনে পর্যবেক্ষণ করারও ব্যবস্থা রয়েছে।

সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্য মতে, রাশিয়াতে নিবন্ধিত ভোটার রয়েছেন ১১ কোটি যার মধ্যে ১৮ লাখ ১৩ হাজার ভোটার রয়েছে বিদেশে বিভিন্ন কনস্যুলেটে।

রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মিশনে থাকা বিজ্ঞানীরাও বিশেষ ব্যবস্থায় ভোট দেবেন।

এদিকে রাশিয়ার এই গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৭শ’ আন্তর্জাতিক পর্যবেক্ষক এখন রাশিয়াতে অবস্থান করছে। এর মধ্যে- ইউরোপের অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন, কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্টে স্টেট কাউন্সিলস ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি এবং পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব কাউন্সিল অব ইউরোপ সেখানে নির্বাচন পর্যবেক্ষণে গেছে।

এদিকে রোববার রাশিয়াজুড়ে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ৩ লাখ ৮০ হাজার পুলিশ, ৩০ হাজার স্বেচ্ছাসেবী এবং ৩১ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

শুধু রাজধানী মস্কোতে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছেন সাড়ে ৩৬ হাজার পুলিশ কর্মকর্তা। বিভিন্ন অঞ্চল থেকে আরো ৬ হাজার কর্মকর্তাকে তাদের সহায়তার জন্য রাজধানীতে আনা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এখনো পর্যন্ত কোনো অঞ্চলে সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।