ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাবা আমর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে সিরিয়ার বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, মার্চ ১, ২০১২
বাবা আমর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে সিরিয়ার বিরোধীরা

ঢাকা: সিরিয়ার বিরোধীদের শক্তঘাঁটি হোমসের বাবা আমর শহর থেকে বৃহস্পতিবার সরে গেছে বিরোধী যোদ্ধারা। কৌশলগত কারণে অবরুদ্ধ শহরটির দখল আপাতত ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছে তারা।



গত মাস থেকে শহরটি অবরুদ্ধ করে রেখেছিল সরকারি নিরাপত্তা বাহিনী।

বিদ্রোহী সেনা সদস্যদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি বলেছে, বাবা আমর থেকে তারা সরে যাচ্ছে। কারণ এখানকার চার হাজার বেসামরিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে চাচ্ছে না। এদের জীবন রক্ষার জন্যই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় এক মাস ধরে শহরটিতে সরকারি বাহিনীর ভারী গোলাবর্ষণ চলছিল।

একজন কর্মকর্তা জানিয়েছেন, শহরটি এখন সরকারি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে প্যারিসে সিরিয়ার বিরোধীদের সামরিক কাউন্সিল গঠনের সংবাদ পাওয়া গেছে। সশস্ত্র বিদ্রোহীদের সংগঠিত করতেই এই পরিষদ কাজ করবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।