ঢাকা: সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোলকে চিঠি দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
পারভেজ মোশাররফ বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, মোশাররফের বিরুদ্ধে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক চেয়ারম্যান বেনজির ভুট্টো হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে আটক করে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।
কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) গত বুধবার পাকিস্তানে ইন্টারপোল পরিচালকের কাছে চিঠি দিয়েছে।
এফআইএ’র বিশেষ কৌঁসুলি মোহাম্মদ আজহার চৌধুরী মোশাররফকে দেশে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগের খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ঘোষণা দিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে মোশাররফকে বিচারের মুখোমুখি করার জন্য দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, ২০০৭ সালে দলীয় সমাবেশে অংশ নিতে গিয়ে গুপ্তহত্যার শিকার হন বেনজির ভুট্টো।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ০১, ২০১২