ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের রপ্তানি বাড়লেও বাণিজ্য ঘাটতি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, মার্চ ১, ২০১২

ঢাকা: গত জানুয়ারিতে ভারতের রপ্তানি বাড়লেও বাণিজ্য ঘাটতি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ যার আর্থিক মূল্য দাঁড়ায় ২ হাজার ৫৩৪ কোটি ডলার।



তবে একই সময় আমদানি বেড়েছে আরো অনেক বেশি হারে। আমদানি ২০ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১০ কোটি ডলারে। যে কারণে দেশটির বাণিজ্য ঘাটতি এক হাজার ৪৭৬ কোটি ডলার ছাড়িয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালের জুলাইয়ে ভারতের রপ্তানি ছিল সবচে কম। পশ্চিমা বাজারে চাহিদা কমে যাওয়া সত্ত্বেও গত জানুয়ারিতে রপ্তানি বেড়েছে এটাই এখন আশার কথা। তবে গত ডিসেম্বরের তুলনায় এ বৃদ্ধি নগণ্য।

গত বছরে রপ্তানি বাজার মন্দা গেলেও এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত ক্রমযোজিত হিসাবে মোট রপ্তানি হয়েছে ২৪ হাজার ২শ’ ৭৯ কোটি ডলার। সেই হিসাবে রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে ২৩ দশমিক ৪৭ শতাংশ যা অর্থনীতির স্বাস্থ্যকর অবস্থার নিদর্শন বলেই মনে করা হচ্ছে।

কিন্তু ওই ১০ মাসে আমদানি হয়েছে ৩৯ হাজার ১৪৫ কোটি ডলার। আগের সময়ের তুলনায় বেড়েছে ২৯ দশমিক ৪ শতাংশ।
আমদানি-রপ্তানির এই পার্থক্যের হিসাবে বাণিজ্য ঘাটতি রয়েছে ১৪ হাজার ৮শ’ ৬৬ কোটি ডলার।

ভারতের বাণিজ্য সচিব রাহুল খুল্লার এ ব্যাপারে বলেছেন, আগামী ১০ বছরে রপ্তানি ৩০ হাজার এবং আমদানি ৪৬ হাজার ডলার ছুঁতে পারে। সুতরাং বাণিজ্য ঘাটতি থেকে যাবে ১৬ হাজার ডলার। এছাড়া ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি বাজারে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।