ঢাকা: নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিউ সাউথ ওয়েলশের সাবেক প্রধানমন্ত্রী বব কারের নাম ঘোষণা করেছেন তিনি।
গত সোমবার দলের নেতৃত্ব নির্বাচনী ভোটে কেভিন রাডকে হারিয়ে নিজের নেতত্ব বহাল রেখেছেন জুলিয়া গিলার্ড। এই ভোটের পর নতুন মন্ত্রিপরিষদ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যে বব কার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন।
বব কার ১৯৯৫ সাল থেকে নিউ সাউথ ওয়েলশের প্রধানমন্ত্রী হিসেবে টানা ১০ বছর দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালের সিডনি অলিম্পিকের সফল আয়োজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়।
অস্ট্রেলীয় সংবাদ পত্রগুলোতে গত কয়েক দিন ধরে নানা আলোচনা ও অনুমানের পর শুক্রবার ক্যানবেরাতে নতুন পররাষ্ট্র মন্ত্রীর নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১২