ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘মুদ্রা যুদ্ধে’র ঘোষণা দিল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, মার্চ ২, ২০১২
‘মুদ্রা যুদ্ধে’র ঘোষণা দিল ব্রাজিল

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধের ঘোষণা দিয়েছে ব্রাজিল। এ লক্ষ্যে দেশটি বৈদেশিক ঋণের ওপর কর বাড়িয়েছে এবং দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে স্থানীয় পুঁজির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরো বাড়ানোর হুমকি দিয়েছে।



‘মুদ্রা যুদ্ধ’ নামের এই বিতর্কিত অভিধাটি ২০১০ সালে প্রথম ব্যবহার করেন ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী গিদু মানতেজ। তিনি বলেছিলেন, উন্নত দেশগুলো যখন বহুধা বিস্তৃত মুদ্রা নীতি অনুসরণ করছে তখন ব্রাজিল সরকার হাত গুটিয়ে বসে থাকবে না।

গত বৃহস্পতিবার তথাকথিত আইওএফ করে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ব্রাজিলের উপলব্ধি, এর কারণে তার প্রতিোগিতা সক্ষমতা কমে যাচ্ছে। রপ্তানি আরো বেশি ব্যয়সাধ্য এবং আমাদানিতে খরচ আরো কম হওয়ার কারণে ব্রাজিলের অভ্যন্তরীণ বাণিজ্যে অসম প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। ’

প্রেসিডেন্টের এক অধ্যাদেশে সরকার বিদেশে অর্থ লেনদেনের ওপর বিদ্যমান ৬ শতাংশ করা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগে এই কর দুই বছর মেয়াদি ঋণের ওপর ধার্য থাকলেও এখন তা তিন বছর করা হয়েছে।

এই বিষয়টি নিয়ে বিতর্কের উত্তরে প্রেসিডেন্ট দিলমা রুসেফ দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ব্রাজিলের শিল্পকারখানাকে রক্ষা করতে এবং উদীয়মান বাজারগুলোতে উন্নত দেশগুলোর সর্বগ্রাসী নীতি প্রতিহত করতেই তার সরকার এই ব্যবস্থা নিয়েছে।

সম্প্রতি ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় পণ্য বাজার এবং মুদ্রা বাজারে সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সরকার স্থানীয় পুঁজিতেও নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিল।

উল্লেখ্য, ব্রাজিল বিশ্বের উদীয়মান বাজারগুলোর মধ্যে অন্যতম। মুদ্রা নীতি অনেক শিথিল হলেও সম্প্রতি বিশ্ব অর্থনীতিতে বিদ্যমান সঙ্কটের কারণে দেশটি সতর্ক অবস্থান নিয়েছে।

তবে যাইহোক এই স্বল্পমেয়াদি উদ্যোগ ব্রাজিলের মুদ্রা বাজারের গতিপ্রকৃতি খুব গভীরভাবে পরিবর্তন করে দেওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করছেন বিশেষজ্ঞরা।

তারপরও সরকারের ঘোষণা পরপরই গত বৃহস্পতিবার রিয়ালের দাম বেড়ে যায়। সেদিন ব্রাজিলের ডলারের দাম গেছে ১ দশমিক ৭১ রিয়াল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।