ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সারকোজিকে ডিম মারল বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, মার্চ ২, ২০১২
সারকোজিকে ডিম মারল বিরোধীরা

ঢাকা: ক্রুদ্ধ বিরোধীদের আক্রমণের মুখে পার্শ্ববর্তী বারে আশ্রয় নিতে বাধ্য হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। গত বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিরোধীদের আক্রোশের শিকার হন তিনি।



আাগমী এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন।

জানা গেছে, দক্ষিণা-পশ্চিমাঞ্চলে বেয়নে শহরে নির্বাচনী প্রচারণার জন্য গিয়েছিলেন সারকোজি। এসময় ভীড়ের মধ্যে থেকে অনেকে প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুড়েছে। অবশ্য দাঙ্গা পুলিশ তাকে ঘিরে ধরে রক্ষা করে। পরে আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী একটি বারে আশ্রয় নেন সরকোজি। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করলে তিনি বেরিয়ে আসেন। প্রায় এক ঘণ্টা বারে অবস্থান করতে হয়েছে তাকে।

বিক্ষোভকারীদের বাস্ক জাতীয়তাবাদী বলে অভিহিত করেছেন সারকোজি। তার দাবি, আক্রমণকারীরা তার প্রতিদ্বন্দ্বী ফ্রাঁসোয়া হোলান্দের সমর্থক। তাদের গুণ্ডা, মাস্তান বলেও গালি দিয়েছেন তিনি।

বাস্ক অঞ্চলটি দক্ষিণ-পশ্চিম ফ্রান্স এবং উত্তর স্পেনের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হোলান্দ অবশ্য সারকোজির অভিযোগ অস্বীকার করেছেন। তার দলের একজন নেতা জানিয়েছেন, তাদের নেতা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।