ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহাকাশ স্টেশনের নিয়ন্ত্রণ কোড সমেত নাসার ল্যাপটপ উধাও!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, মার্চ ২, ২০১২
মহাকাশ স্টেশনের নিয়ন্ত্রণ কোড সমেত নাসার ল্যাপটপ উধাও!

ঢাকা: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের (নাসা) একটি ল্যাপটপ চুরি গেছে যার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের কমান্ড কোড ছিল। তবে কারা এ কাজ করেছে তা নিশ্চিত করা যায়নি।



অতি গুরুত্বপূর্ণ তথ্যসহ ল্যাপটপ চুরি যাওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাপরিদর্শক পল কে মার্টিন।

কংগ্রেস কমিটির সামনে শুনানির সময় এ তথ্য দেন তিনি। নাসার নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে একটি বিবৃতি দিয়েছে তিনি। তিনি বলেছেন, নাসার মোবাইল ফোন, ল্যাপটপসহ বহনযোগ্য ৪৮টি ডিভাইস হারিয়ে গেছে অথবা চুরি গেছে। এই চুরির ঘটনা ২০১১ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের এপ্রিলের মধ্যে ঘটে থাকতে পারে। এর মধ্যে গত বছর এনক্রিপট না করা একটি ল্যাপটপ চুরি গেছে যার মধ্যে মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের কমান্ড কোড লেখা রয়েছে। এটি চুরি গেছে ২০১১ সালের মার্চে।

চুরি যাওয়া অন্য ল্যাপটপগুলোর তথ্যের মধ্যে সোশ্যাল সিকুরিটি নম্বর এবং নাসার নক্ষত্রপুঞ্জ এবং কালপুরুষ প্রকল্পের অনেক স্পর্শকাতর তথ্য উপাত্ত রয়েছে।

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত নাসার ৫  হাজার ৪০৮টি কম্পিউটার নিরাপত্তা সমস্যায় পড়ে। এতে মহাকাশ গবেষণা সংস্থাটির প্রায় ৭০ লাখ ডলার খরচ হয়ে যায়।

মার্টিন বলছেন, ‘নাসার নিরাপত্তা বলয় ভেঙে এমন কাজ করা মাত্র কয়েকজন মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র বিদেশি গোয়েন্দাদের দেওয়া অর্থের বিনিময়ে এ কাজ করেছে বলে আমাদের বিশ্বাস। ’

গত বছর নাসা ৪৭ বার সাইবার হামলার শিকার হয়। এর মধ্যে ১৩ বার সফলভাবে নাসার কম্পিউটারে প্রবেশ করতে সক্ষম হয় হ্যাকাররা। এর মধ্যে একটি হামলায় ১৫০ জন কর্মীর গোপনীয় তথ্য চুরি যায়।

চীনা আইপি অ্যড্রেসে অন্য একটি হামলায় নাসার কম্পিউটার সিস্টেমে পুরোপুরি প্রবেশ করতে সক্ষম হয় হ্যাকাররা। তখন তারা ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় জেট প্রোপালশন ল্যাবরেটরির কিছু স্পর্শকাতর ইউজার অ্যাকাউন্ট চুরি করে।

নাসার ব্যবস্থাপনা এবং বাজেট বিভাগ জানিয়েছে, নাসার বহনযোগ্য যন্ত্রপাতি এবং ল্যাপটপের মধ্যে মাত্র এক শতাংশ এ বছর এনক্রিপ্ট করা হয়েছে।

এ কারণে নাসার তথ্য উপাত্ত সংরক্ষণের নিরাপত্তা আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন মার্টিন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।