ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত অঞ্চলে শুক্রবার বন্দুকযুদ্ধে কমপক্ষে ৮ জন সেনা এবং ২২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্ত সংলগ্ন অস্থিতিশীল খাইবার অঞ্চলের তিহার উপত্যকায় শুক্রবার সকালের দিকে সংঘর্ষ বাধে।
খাইবারের জেলা প্রশাসক মুতাহের জেব খান হতাহতের খবর নিশ্চিত করেছেন।
জঙ্গিরা লস্কর-ই-ইসলাম গ্রুপের সদস্য বলে জানিয়েছেন তিনি। পেশোয়ারের সামরিক কর্মকর্তারাও সংঘর্ষ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
লস্কর-ই-ইসলাম গ্রুপটি নেতা মঙ্গল বাগ। তালেবান ও বিভিন্ন অপরাধী সংগঠনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।
তবে ঘটনার বিস্তারিত বিবরণ নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা সম্ভব নয়। কারণ ওই অঞ্চলটি সামরিক বাহিনীর দ্বারা সংরক্ষিত।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১২