ঢাকা: ইরানের পার্লামেন্ট মজলিসের ২৯০ জন্য সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। শুক্রবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
সকালের দিকে রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে রাজধানী তেহরানের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে।
২০০৯ সালে মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইরানে এটাই প্রথম সাধারণ নির্বাচন।
এই ভোটকে আহমেদিনেজাদের সমর্থক এবং খামেনির কট্টর ভক্তদের মধ্যকার প্রতিযোগিতা হিসেবে দেখা হচ্ছে।
তবে বিরোধী গ্রিন মুভমেন্ট নির্বাচনে অংশ নেয়নি। সংগঠনটির নেতারা গত বছর ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
শুক্রবার সকালে নিজের ভোট দেওয়া শেষে খামেনি বলেছেন, ‘ভোট দেওয়া ইরানিদের দায়িত্ব ও অধিকার। ’
নির্বাচন সব সময়ই ইরানের বন্ধু ও শত্রুদের প্রতি একটি বার্তা দেয় বলে উল্লেখ করেন তিনি।
তবে যাইহোক, ইরান ও পশ্চিমের মধ্যে বিদ্যমান শীতল সম্পর্কের মধ্যে রক্ষণশীল মনোভাবেরই জয় হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, ইরানের ৪ কোটি ৮০ লাখ মানুষ ভোটার। নির্বাচনে সারা দেশে ৪৭ হাজার ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ০২, ২০১২