ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাব-আমরে প্রবেশ করতে যাচ্ছে রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, মার্চ ২, ২০১২
বাব-আমরে প্রবেশ করতে যাচ্ছে রেড ক্রিসেন্ট

দামেস্ক : অবশেষে উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে সহিংসতা বিক্ষুব্ধ নগরী হোমসে প্রবেশ করতে যাচ্ছে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক রেডক্রসের উদ্ধারকর্মীরা। সরকারবিরোধী আন্দোলনকারীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরটি গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট বাশার অনুগত নিরাপত্তা বাহিনীর হাতে অবরুদ্ধ ছিল।



বিদ্রোহীদের থেকে নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বাশার অনুগত নিরাপত্তাবাহিনী প্রায় এক মাস ধরে শহরটিতে নির্বিচারে গোলাবর্ষণ করে।

এ সময় উভয়পক্ষের লড়াইয়ে অসহায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়। শহরটিতে খাদ্য, পানি, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় মৌলিক সামগ্রীর অভাব দেখা দেয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রেডক্রস শহরটিতে কার্যক্রম চালাতে সহযোগিতা করার জন্য সরকার ও বিরোধী উভয়পক্ষকে আহ্বান জানায়। অবশেষে সশস্ত্র বিরোধীরা বৃহস্পতিবার হোমস থেকে সরে গেলে শহরটিতে রেডক্রসের প্রবেশের পথ সুগম হয়।

পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সিরিয়ান রেডক্রস আন্তর্জাতিক রেডক্রসের সহায়তায় জরুরি খাদ্য চিকিৎসা সামগ্রী নিয়ে বাব-আমরে প্রবেশ করতে যাচ্ছে। সিরিয়ান রেড ক্রিসেন্টের সঙ্গে আন্তর্জাতিক রেডক্রস কর্মীরাও শহরটিতে প্রবেশ করে সেখান থেকে সব আহতদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাব-আমরের অধিবাসী এক আন্দোলনকারী সংবাদমাধ্যমকে জানান শহরের বাসিন্দারা এখন রেড ক্রিসেন্টের কর্মীদের জন্য অপেক্ষা করছেন। এখনো শহরটিতে থেমে থেমে গোলাবর্ষণের পাশাপাশি সরকারি বাহিনী বাব-আমরের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময় : ১৬১৯ ঘণ্টা, মার্চ ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।