ঢাকা : যুদ্ধাপরাধের দায়ে সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবদেল রাহিম মোহাম্মদ হোসেইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে সুদান আবদেলের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে।
বৃহস্পতিবার আদালত এ বিষয়ে এক ভাষ্যে বলেছে, দারফুর যুদ্ধের সময় আবদেল মোট ২০ ধরনের মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। এরমধ্যে রয়েছে খুন, ধর্ষণ, নির্যাতন, বেসামরিক লোকজনের উপর হামলাসহ একাধিক ঘৃণ্য অপরাধ। এরজন্য তাকে আদালতে হাজির করতে অতিদ্রুত তাকে গ্রেফতার করা প্রয়োজন বলেও আদালত রায় দেয়। তবে এই বিচারে আবদেল কোনো ধরনের বাধা বা প্রভাব বিস্তার করছে না বলেও আদালত জানায়।
এ বিষয়ে সুদান সরকার কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টি নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আল ওবায়েদ মিরুহ বলেছেন, আমাদের সরকার আইসিসির এ সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের ভাষ্য দেবে না। এর পেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে আমরা কেয়ারও করি না। এছাড়া তার দেশ রোম নিয়ন্ত্রিত কোন আদালতের নেতৃত্বে বিচারে অংশ নেবে না বলেও জানান তিনি। তিনি আইসিসির এ সিদ্ধান্তকে আবদেলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, আবদেল রাহিম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সুদানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশিরের দারফুরের বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১২