জেনেভা : মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য বাহরাইনে আন্তর্জাতিক তদন্তকারীদল ও পর্যবেক্ষক প্রবেশের অনুমতি দেয়নি বাহরাইন কর্তৃপক্ষ।
সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ তদন্তকারী দলের চলতি মাসে বাহরাইন সফরের কথা ছিল।
মানবাধিকার গ্রুপটির সদস্যদের ভিসা প্রদানের ওপর বিধিনিষেধ আরোপের পাশাপাশি জাতিসংঘের তদন্তকারী দলকেও বাহরাইন সফর বিলম্বিত করতে বলেছে বাহরাইন কর্তৃপক্ষ।
তদন্তকারী দলের সফর বিলম্বিত করার জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতি অনুরোধ জানায় বাহরাইন কর্তৃপক্ষ। সংস্থার জেনেভায় অবস্থিত কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করে বলা হয় বাহরাইন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।
পরিকল্পনা অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ পরিদর্শক জুয়ান মেনদেজের ৮ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বাহরাইন সফরের কথা ছিল।
২০১১ সালে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। মূলত দেশটির সংখ্যাগরিষ্ট শিয়া সম্প্রদায় সুন্নি বংশোদ্ভূত আল খলিফা পরিবারের রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়।
সরকার সে সময় ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করলে সেসময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা।
বাংলাদেশ সময় : ১৭১৯ ঘণ্টা, মার্চ ২, ২০১২