ঢাকা : সারাবিশ্বে আরেক দফা বাড়লো জ্বালানি তেলের দাম। তেল রফতানিকারক দেশ সৌদি আরবের প্রধান সরবরাহ পাইপলাইনে বিস্ফোরণের খবরে এ দাম বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকার অন্যতম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রেন্ট জানায়, গত বৃহস্পতিবার নিউইয়র্কে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১২৫.৬ ডলার থেকে একলাফে বেড়ে দাঁড়ায় ১২৮. ৪০ ডলার। যা গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
তবে জ্বালানি তেলের এই দাম বাড়ার পেছনে আরো বেশ কয়েকটি কারণ আছে বলে উল্লেখ করেছে ব্রেন্ট। তাদের মতে মধ্যপ্রাচ্য তথা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা এই দামকে আরো বাড়িয়ে দিচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার তেলের দাম গত বছর লিবিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন দামকেও ছাড়িয়ে যায়।
বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২, ২০১২