ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ফ্রান্স দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মার্চ ২, ২০১২
সিরিয়ায় ফ্রান্স দূতাবাস বন্ধ ঘোষণা

ঢাকা: সিরিয়া থেকে ফ্রান্স তাদের দূতাবাস বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয় ইউনিযনের সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এক বিশেষ ঘোষণায় এ কথা জানান।



বৃহস্পতিবার সিরিয়ান শহর হোমসে দুই ফ্রেঞ্জ সাংবাদিক আহত হবার পর এই ঘোষণা এলো। খুব শিগগীরই ইউরোপিয় ইউনিয়নভুক্ত আরো কয়েকটি দেশ সিরিয়া থেকে তাদের দূতাবাস সরিয়ে নেবে বলেও খবর পাওয়া গেছে।

এদিকে ব্রাসেলসে ইউরোপিয় ইউনিয়নের সম্মেলনে অন্য সদস্য দেশগুলোও সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেবে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে। এসময় তারা সিরিয়ায় সাধারণ জনগণের উপর সরকারি বাহিনীর চলমান অমানবিক নির্যাতন নিয়ে একটি যৌথ বিবৃতির ব্যপারেও আলোচনা করেন।

দেশগুলোর নেতারা সিরিয়ায় অবিলম্বে সাধারণ জনগণের উপর আসাদ সরকারের নির্যাতন বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।