ঢাকা : গ্রিসে দিন দিন বেকারত্বের হার এমন ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে যে, চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদে অভিনব কাণ্ড করে বসেছেন এক ভদ্রলোক। তিনি একটি ছোট কারখানার ভেতর তার সাবেক বস ও এক সহকর্মীকে গুলি করে আহত এবং সঙ্গে আরো দুই জনকে জিম্মি করেন।
বৃহস্পতিবার উত্তর গ্রিসের কমোটিনি শহরের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৬১ বছর বয়স্ক ওই লোক গত সাত মাস ধরে বেকার অবস্থায় দিনযাপন করছিলেন। ফলে দুই সন্তানের জনক ওই ভদ্রলোক কোনোভাবেই তাদের ভরনপোষণ করতে পারছিলেন না। এর প্রতিবাদে তিনি সম্প্রতি তার সাবেক বস ও সহকর্মীদের জিম্মি করে চাকরি ফিরে পাওয়ার পরিকল্পনা করেন।
বৃহস্পতিবার তিনি একটি বন্দুক নিয়ে কারখানার ভেতর প্রবেশ করে সাবেক বস ও তার আরেক সহকর্মীকে প্রথমে গুলি করে আহত করেন। তারপর আহতদেরসহ আরো দুই জনকে জোরপূর্বক কারখানার ভেতর ঢুকতে বাধ্য করেন। এদিকে পুলিশ খবর পেয়ে কারখানাটি চারদিক থেকে ঘিরে ফেললে তিনি অবশ্য জিম্মিদের মুক্তি দিতে বাধ্য হন।
পুলিশ আরো জানায়, বিশেষ করে গ্রিসের শিল্প শহরগুলোতে বেকারত্বেও হার উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। শহরগুলোতে বেকারত্বের হার আগের চেয়ে কমপক্ষে ২১ শতাংশ বেড়ে গেছে।
বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১২