মোগাদিসু : বিদ্রোহী আল শাবাব যোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে নেওয়ার দাবি করেছে সোমালিয়ার সরকারি বাহিনী।
সরকারি সেনারা আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের সমর্থনে রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত এই ঘাঁটিতে হামলা চালিয়ে আল শাবাব যোদ্ধাদের হটিয়ে দেয় বলে জানায়।
রাজধানী মোগাদিসুর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সোমালিয়ায় মোতায়েন আফ্রিকান ইউনিয়ন বাহিনীর কমান্ডার মেজর জেনারেল ফ্রেড মুগিশা।
সরকারি বাহিনী ও আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনী যৌথভাবে মাসালাহ শহরে অবস্থিত এই ঘাঁটিতে শুক্রবার সকালে হামলা চালায় বলে সোমালিয়ায় অবস্থিত আফ্রিকান ইউনিয়ন মিশন বা ‘আমিসম’ এক বিবৃতিতে জানায়।
তবে আল শাবাব বলেছে, তারা স্বেচ্ছায় মাসালাহ থেকে সরে এসেছে। এই ঘাঁটিটি রাজধানী সোমালিয়া থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। রাজধানী থেকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষাকারী দু’টি গুরুত্বপূর্ণ সড়কের একটি এই ঘাঁটির পাশে অবস্থিত।
হামলার সময় দু’টি হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে অভিযানে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও দু’জন আফ্রিকান ইউনিয়ন সেনা আহত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় : ২০৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০১২