ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্পেনের বাজেট ঘাটতি অনুমান ছাড়িয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, মার্চ ২, ২০১২
স্পেনের বাজেট ঘাটতি অনুমান ছাড়িয়ে যাবে

ঢাকা : স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় আশঙ্কা করেছেন ২০১২ সালে স্পেনের বাজেট ঘাটতি পূর্বের অনুমানকে ছাড়িয়ে যাবে। যদিও ইইউ জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর নেতারা সম্প্রতি বাজেট ঘাটতি মোকাবিলায় এক নতুন নীতিমালা প্রণয়ন করেছেন।



স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ২০১২ সালে স্পেনের বাজেট ঘাটতি  ৫ দশমিক ৮ শতাংশে গিয়ে দাঁড়াবে। তবে পূর্বে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন এই ঘাটতি ৪ দশমিক ৪ শতাংশ অতিক্রম করবে না।

তিনি এ সময় আশঙ্কা প্রকাশ করে বলেন, ঘাটতি মোকাবিলায় উচ্চতর লক্ষ্যমাত্রার অর্থ হচ্ছে আরো বেশি কৃচ্ছসাধন।

এদিকে স্পেনের পাশাপাশি নেদারল্যান্ডও একই আশঙ্কা ব্যক্ত করেছে। ২০১২ সালে বাজেট ঘাটতি ৪ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে বাজেট ঘাটতি ৪ দশমিক ১ শতাংশ হবে বলে অনুমান করেছিল দেশটি।

বাংলাদেশ সময় : ২০২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।