ঢাকা: গত বছর লিবিয়া অভিযানে ন্যাটোর বিমান হামলায় ৬০ বেসামরিক ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন ৫৫ জন। লিবিয়াতে জাতিসংঘ পরিচালিত মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ তদন্ত কমিশনের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারি লিবিয়াতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হলে ১৯ মার্চ জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ন্যাটো নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী দেশটিতে বিমান হামলা শুরু করে। সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেওয়ার নামে প্রায় ছয় মাস সামরিক অভিযান চালায় ন্যাটো। অভিযান চলে গাদ্দাফির পতন পর্যন্ত।
গাদ্দাফির পতনের পর লিবিয়াতে ন্যাটোর ভূমিকা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন তোলা হয়। এর মধ্যে সবচে জোরালো প্রশ্ন আসে রাশিয়ার পক্ষ থেকে। তারা জাতিসংঘে দাবি করে, লিবিয়াতে ন্যাটোর ভূমিকার তদন্ত হওয়া উচিৎ। সেখানে বেসামরিক মানুষ হত্যার প্রমাণ রয়েছে বলে তারা দাবি করে।
অবশেষে জাতিসংঘ তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনের সদ্য প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে, ন্যাটো লিবিয়া অভিযানের সময় খুব সতর্কতা অবলম্বন করেছে। কিন্তু তার পরও বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং অনেক বেসামরিক অবকাঠামো বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ন্যাটোর পরিচালিত ২০টি বিমান হামলা তদন্ত করে দেখা গেছে, এর মধ্যে পাঁচটি অভিযানে ৫০ জন বেসামরিক নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। আরো দুটি অভিযানের ব্যাপারে বলা হয়েছে, এই হামলায় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। যেসব এলাকায় হামলা হয়েছে সেখানে সামরিক স্থাপনার নাম নিশানা পাওয়া যায়নি।
ন্যাটো হামলায় সবচে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ২০১১ সালের ৮ আগস্টে উপকূলীয় শহর মাজেরে এক অভিযানে। এতে নিহত হয়েছে ৩৪ জন এবং আহত হয়েছে ৩৮ জন। এরা সবাই বেসামরিক লোক।
ঘটনা আরো রয়েছে, প্রথম হামলায় ১৬ জন নিহত হয়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাওয়ার পর আরেক হামলায় নিহত হয়েছে ১৮ বেসামরিক।
জাতিসংঘ কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, লিবিয়াতে যুদ্ধাবস্থার সময় গাদ্দাফিপন্থী ও বিদ্রোহী উভয়পক্ষই মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যুদ্ধাপরাধ করেছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, হত্যা, আইন শৃঙ্খলার অনুপস্থিতি, নির্যাতন এসব হয়েছে একেবারে পরিকল্পিতভাবে যার শিকার হয়েছে বেসামরিক লোকেরা।
উল্লেখ্য, টানা নয় মাস সশস্ত্র বিদ্রোহের পর গত বছরের অক্টোবরে কর্নেল গাদ্দাফি নিজ শহর সিরতে ধরা পড়েন এবং বিদ্রোহীদের হাতে নিহত হন।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২