ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া সরকার মানবাধিকার লঙ্ঘন করছে: বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, মার্চ ৩, ২০১২
সিরিয়া সরকার মানবাধিকার লঙ্ঘন করছে: বান কি মুন

ঢাকা: সিরিয়ার কর্তৃপক্ষ সাধারণ মানুষের বিরুদ্ধে পরিষ্কার এবং ব্যাপকভাবে অপরাধ সংঘটন করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। হোমস শহরে সরকার পরিকল্পিতভাবে নিজের জনগণের ওপর হামলা করছে উল্লেখ করে তিনি একে ‘নৃশংসতা’ বলে অভিহিত করেছেন।



গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বান কি মুন বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আর এই নীরবতার কারণে সাধারণ নাগরিকদের ওপর সিরিয়ার নেতারা নীপিড়ন চালাতে আরো উৎসাহিত হয়েছে।

তবে বিরোধীদের সামরিকীকরণ কোনো সমাধান হতে পারে না বলে জোর দিয়ে বলেছেন বান।

হোমস শহরে রেড ক্রস প্রবেশ করতে গিয়ে সিরিয়া কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হয়েছে। আর এমন সময় জাতিসংঘ মহাসচিব এই বক্তব্য দিলেন।

আন্তর্জাতিক রেড ক্রস থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য হোমসে বাবা আমর জেলায় তাদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত এই শহরে সাম্প্রতিক সপ্তাহে নিরাপত্তা বাহিনী ব্যাপক বোমা হামলা চালিয়েছে।

এর মধ্যে গত বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী সেনাদের জোট ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) জানিয়েছে, তারা কৌশলগত কারণে শহরটির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে।

এদিকে গত শুক্রবার  জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় বলেছে, হোমসে ১৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর তারা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।