ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোনিয়ার বিদেশি পরিচয় নিয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, মার্চ ৩, ২০১২
সোনিয়ার বিদেশি পরিচয় নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা: ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বিদেশি পরিচয় প্রশ্নে করা একটি আবেদন আমলে নিয়েছে উচ্চ আদালত।

একজন বিদেশি হয়ে সরকারি কোনো পদে বহাল থাকাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছে ভারতের একটি সামাজিক-রাজনৈতিক সংগঠন রাষ্ট্রীয় মুক্তি মোর্চ (আরএমএম)।



শনিবার এ বিষয়ে শুনানির জন্য আবেদনটি আমলে নিয়েছে বিচারপতি এইচএল দত্ত এবং বিচারপতি সিকে প্রসাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে সোনিয়া গান্ধী ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় কোনো সাংবিধানিক পদ পেতে পারেন না- এই দাবিতে দিল্লি হাইকোর্টে আপিল করেছিল আরএমএম। কিন্তু দিল্লি হাইকোর্ট সে আবেদন খারিজ করে দেয়। পরে এই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় আরএমএম।

পরে ২০০৭ সালের এপ্রিলে এই বিতর্কটি সর্বোচ্চ আদালত কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের নজরে আনে।

তারপরও অবশ্য কেন্দ্র কোনো হলফনামা দেয়নি এবং বিষয়টির চূড়ান্ত শুনানির জন্য সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে।

নির্বাচন কমিশন এ ব্যাপারে বলেছে, তাদের অবস্থানও কেন্দ্রের অনুরূপ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।