নিউইয়র্ক: ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ও পরমাণু আলোচনায় বসার বিষয়টি খতিয়ে দেখতে বুধবার বৈঠকে বসবে বিশ্বের ছয় ক্ষমতাশালী দেশ। ইরান শিগগিরই আলোচানা শুরুর জন্য প্রস্তুত জানানোর পর ছয় জাতির ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স এবং জার্মানির মধ্যে নিউ ইয়র্কে ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন ও বাকি পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে পি ৫- প্লাস ১ নামের এ আলোচনা অনুষ্ঠিত হবে।
ইরানের ওপর পূর্ণ মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘকে চাপ দিয়ে আসলেও মূলত দেশটিকে পরমাণু আলোচনায় বসতে বাধ্য করাই মূল উদ্দেশ্য বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে।
এদিকে জাতিসংঘ সাধারণ সভায় যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তার দেশ পরমাণু কর্মসূচি বিষয়ে বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় শুরু করতে প্রস্তুত বলে এসময় তিনি সাংবাদিকদের জানান।
ইরান বেসামরিক শক্তি কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করলেও এর আড়ালে দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমা বিশ্ব আশঙ্কা করে থাকে।
জাতিসংঘ সমাবেশে যোগ দিতে আসা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তেহরানের উদ্দেশ্যে কঠিন ভাষায় বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ কিনা, এ বিষয়ে সন্দেহ দূর করতে তারা ব্যর্থ হয়েছে। একইসঙ্গে জাতিসংঘের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তারা বিচ্ছিন্নতা ও নতুন নিষেধাজ্ঞার হুমকির মধ্যে পড়েছে। ’
২০০৯ সালের অক্টোবরে জেনেভা সম্মেলনে ইরান ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু বিনিময় চুক্তি করে। কিন্তু চুক্তি অনুযায়ী ইরান এখনও তাদের পরমাণু কর্মসূচি বন্ধ না করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চতুর্থ দফায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১:৪১, সেপ্টেম্বর ২২, ২০১০