ঢাকা: রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করতে শর্ত দিয়েছে জর্জিয়া। গত শুক্রবার একটি রেডিওতে জর্জিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী সেরগেই কাপানাজ বলেছেন, ‘দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়াকে রাশিয়া যতোদিন স্বীকৃতি দেবে ততোদিন তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে না।
একই দিন সকালের দিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিক বলেছিলেন, জর্জিয়ার সঙ্গে ভিসা সমস্যা দূর করতে মস্কো প্রস্তুত। আর তারা তিবিলিসির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করার জন্যও প্রস্তুত আছে।
ভিসা ছাড়া রুশদের ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য জর্জিয়া যখন সিদ্ধান্ত নিয়েছে তখনই লুকাশেভিক এমন কথা বললেন।
লুকাশেভিক আরো বলেছেন, ‘বিপরীত পক্ষে আমরাও জর্জিয়ার নাগরিকদের ভিসা ফ্রি ভ্রমণের অনুমতি দিতে প্রস্তুত আছি। তবে তার আগে জর্জিয়াতে রুশদের ভ্রমণে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। সেই সঙ্গে আমরা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠারও প্রস্তাব করছি। ’
উল্লেখ্য, ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে পাঁচ দিনের সংক্ষিপ্ত যুদ্ধ শেষে আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়াকে স্বীকৃতি দেয় রাশিয়া। অবশ্য জর্জিয়ার প্রথম আক্রমণের কারণেই যুদ্ধটি বাধে। দক্ষিণ ওসেটিয়ার বেশিরভাগ নাগরিকই রাশিয়ার পাসপোর্টধারী।
তবে রাশিয়ার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জর্জিয়া মনে করে, দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া তার ঐতিহাসিক ভূখণ্ড। একারণে রাশিয়ার সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২