ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ২৪, ২০২২
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ইরানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মে) সকালে আনারাক জেলায় এ দুর্ঘটনাটি ঘটে।

আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি এফ-৭ মডেলের। তেহরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে প্লেনটি নিয়ে দুজন পাইলট একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

ইরানের বার্তা সংস্থা ইরনা নিউজ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি নিশ্চিত করেছে। প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ রেজা জেনেসারির বরাত দিয়ে তাদের খবরে বলা হয়, প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

কি কারণে ঘটনাটি ঘটেছে, খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

খবরে উল্লেখ করা হয়, ইরানে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরেজ শহরের একটি আবাসিক এলাকায় এফ-৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুজন ক্রু ও তাদের এক সহকারী নিহত হন।

সূত্র: আল আরাবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৪ মে, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।