ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, মার্চ ৩, ২০১২
ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত ৩

ঢাকা: ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বায়দা শহরে একটি সেনা ঘাটির উপর আত্মঘাতি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।



দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার সকালে হামলাকারি একটি গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে বায়দার রিপাবলিকান গার্ডের ঘাটিতে বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারিসহ ২ জন রিপাবলিকান সেনা সদস্য নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় রিপাবলিকান গার্ডের একটি তিন তলা ভবন বিদ্ধস্ত হয়েছে। এছাড়া বিস্ফারণের তীব্রতায় ঘাটির আশেপাশের বিভিন্ন বাড়ি কেঁপে উঠে এবং জানালার কাঁচ ভেঙ্গে যায়। এসময় বিস্ফোরণের পর তারা ঘাটির ভেতর থেকে কয়েকজন বন্দুকধারীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় করতেও দেখা গেছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত বুধবারও দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হাদরামাউত প্রদেশে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আত্মঘাতি হামলায় ২৬ রিপাবলিকান গার্ড সদস্য নিহত হয়। ওই হামলার জন্য আরব উপদ্বীপের আল কায়দা সদস্যদের দায়ি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।