ওয়াশিংটন: বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। ওয়াশিংটনে মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি রন ক্রিক এবং ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ওই অঙ্গীকার করা হয়।
আগামী মাসে ভারতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে তাদের আলোচনা ‘দেশ দুটির অর্থনৈতিক জীবন ও সমৃদ্ধির জন্য তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আগত ভারতীয়দের ভিসা ফি নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান বিরোধের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
তবে ভারতের শিল্পমন্ত্রী আনন্দ শর্মা জানান, যুক্তরাষ্ট্রের পেশাদারদের জন্য এইচ ১-বি ও এল ভিসার ফি এবং কর্মসংস্থান বিষয়ে ওহাইও রাজ্যের নিষেধাজ্ঞা বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে পাঁচ বছরের মধ্যে মার্কিন রপ্তানি দ্বিগুণ করার অঙ্গীকার করেন ওবামা। একইসঙ্গে ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্প, কৃষি এবং সেবাখাতের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে বলে ক্রিক আশা প্রকাশ করেন।
মার্কিন পণ্যের ক্ষেত্রে ভারত বিশ্বের ১৭তম বৃহৎ বাজার।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০