ঢাকা : সমুদ্রে দূষণরোধে তেল কোম্পানি প্লেইনটিফসের সঙ্গে ৭৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। প্লেইনটিফসের কাছ থেকে ২০১০ সালের এপ্রিলে মেক্সিকো উপকূলে তেলবাহী জাহাজ থেকে তেল নিঃসরণে পরিবেশ বিপর্যয়ের ক্ষতিপূরণ হিসেবেই এই অর্থ আদায় করা হবে বলে জানা গেছে।
চুক্তি থেকে পাওয়া অর্থে ওই ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেক্সিকো উপকূলে স্বাস্থ্যঝুঁকিতে থাকা প্রায় ১ লাখ জেলে, স্থানীয় বাসিন্দা এবং পরিচ্ছন্নকর্মীরা উপকৃত হবে বলে জানা গেছে।
যদিও বিপি এখনো এই ঘটনার জন্য কোনো দায়ভার নেয়নি। তারা এখনো এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র, রাজ্য সরকার এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দায়ী করছে। তারা বলছে, ইতোমধ্যেই বিপি এ ঘটনার জন্য ক্ষতিপূরণ হিসেবে ২ হাজার কোটি ডলার দিয়েছে।
বিপির প্রধান সহকারী বব ডাডলে বলেন, শুরু থেকেই আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগের পেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। গত দুই বছর ধরে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করছি। বর্তমান চুক্তিটি সমস্যার অনেক সমাধান করবে এবং অঞ্চলগুলোর অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে প্লেইনটিফসও চুক্তির এই বিপুল অর্থ জনগণের জন্য সুফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যাক্ত করেছে।
উল্লেখ্য, ২০১০ সালে মেক্সিকো উপকূলে তেলবাহী জাহাজ দুর্ঘটনায় কমপক্ষে ১১ শ্রমিক মারা যায়। সেসময় ওই জাহাজ থেকে গভীর সমুদ্রে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ছড়িয়ে পড়লে ওই অঞ্চলে পরিবেশ বিপর্যয় দেখা দেয়।
বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, মার্চ ৩, ২০১২