ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের পরবর্তী সেনাপ্রধান বিক্রম সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, মার্চ ৩, ২০১২
ভারতের পরবর্তী সেনাপ্রধান বিক্রম সিং

নয়াদিল্লি : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিতাংসু কর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনারেল বিক্রম সিংকে বর্তমান সেনাপ্রধান ভিকে সিংয়ের স্থলে নিয়োগ দেয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান।


 
ঘোষণায় বলা হয় যে, চলতি বছরের মে মাসের ৩১ তারিখে বর্তমান সেনাপ্রধান ভিকে সিংয়ের মেয়াদ শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিক্রম সিং দায়িত্ব নেবেন। ২০১৪ সালে তার মেয়াদ শেষ হবে।

বর্তমানে ৫৯ বছর বয়স্ক জেনারেল বিক্রম সিং ভারতীয় সেনা কমান্ডারদের মধ্যে সবচেয়ে বয়জ্যেষ্ঠ। তিনি বর্তমানে ইস্টার্ন আর্মির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে সেনাপ্রধান ভিকে সিংয়ের বয়স বিতর্কের কারণে সমগ্র ভারত জুড়ে পরবর্তী সেনাপ্রধান নিয়ে সকলের কৌতুহল ছিল।

দেশটির পরবর্তী সেনাপ্রধান কে হবেন এই নিয়েও ছিল নানা মুখরোচক রটনা। তবে শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল বিক্রম সিংয়ের নাম ঘোষণা করায় সকল জল্পনা-কল্পনার অবসান হলো।

বাংলাদেশ সময় : ২১২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।