ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোমসে নৃশংসতার তীব্র সমালোচনা বান কি মুনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৩, মার্চ ৩, ২০১২
হোমসে নৃশংসতার তীব্র সমালোচনা বান কি মুনের

ঢাকা: সিরিয়ার হোমস শহরে সাধারণ মানুষের ওপরে সরকারি বাহিনীর নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাসচিবের বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।



তিনি বলেন, সিরিয়ার সরকারি বাহিনীকে দেশটির জনগণের ওপর মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে হামলায় প্ররোচণা দেওয়া হচ্ছে। তিনি হোমস শহরে সাধারণ জনগণকে জিম্মি করে তাদের ওপর সরকারি বাহিনীর হামলার বিভৎস রিপোর্ট ইতিমধ্যে পেয়েছেন বলেও জানান।

তিনি সম্প্রতি সিরিয়া থেকে পালিয়ে আসা আহত ব্রিটিশ ফটোগ্রাফারকে বাবা আমের জেলায় সরকারি বাহিনীর নৃশংসতার চাক্ষুস সাক্ষী হিসেবেও অভিহিত করে বলেন, ‘এটি বছরজুড়ে দেশটিতে চলে আসা প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলনের প্রতীক। জাতিসংঘ প্রতিনিয়তই দেশটি থেকে হত্যা, স্বেচ্ছাচারিতা এবং নির্যাতনের খবর পাচ্ছে। ’ 

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ান রাষ্ট্রদূত বাসার জাফরি অবশ্য মহাসচিবের বক্তব্যকে তার দেশের বিরুদ্ধে মিথ্যাচার বলে মন্তব্য করেন। তিনি সিরিয়ায় কোন ধরনের মানবিক পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।