ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, মার্চ ৪, ২০১২
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিন জয়লাভ করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

  নির্বাচিত হলে তিনি রেকর্ড তৃতীয়বারের মত রাশিয়ার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবেন।

রাশিয়ার সাম্প্রতিক সময়ে বিরোধীদের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হওয়া ও অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে পুতিন এবার কিছুটা কোনঠাসা থাকলেও ধারণা করা হচ্ছে এবারও বেশির ভাগ ভোটার পুতিনের পক্ষেই রায়  দেবেন।

গ্রিনিচ মান অনুযায়ী ২০০০ ঘণ্টায় রাশিয়ার দূরপ্রাচ্যের ভোটাররাই প্রথম ভোট দেওয়া শুরু করে । নিয়মানুযায়ী পোলিং স্টেশনগুলো চালু হয়ে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানান রাশিয়ার দুরপ্রাচ্যে অবস্থিত চুকোটকা অঞ্চলের নির্বাচন কমিশনের সহকারী প্রধান অকসানা বালিনিনা ।

নির্বাচন কমিশনের ওয়েব সাইটের ভিডিওতে দেখা যায় ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের ভীড়।

৫৯ বছর বয়সী সাবেক কেজিবি গোয়েন্দা পুতিনের জয়লাভ অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে সংবাদমাধ্যম। পর্যবেক্ষকরা ধারণা করছেন রাশিয়ার প্রথম দফা ভোটে পুতিন ৬০ শতাংশ সমর্থন পাবেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট প্রার্থী গেন্নাদি জুগানভ ১৫ শতাংশ সমর্থন পাবেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়:০৮২৫ ঘণ্টা, মার্চ ০৪ , ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।