স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা নিয়ে অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির দাবি, কৃষ্ণ সাগরে অবস্থিত নিজেদের অন্তর্গত দ্বীপটিতে রাশিয়া বেআইনি এ বোমা ফেলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরের পাথুরে এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ঠিক একদিন পর সেখানে ফসফরাস বোমা ফেলেছে রাশিয়া।
শুক্রবার (১ জুলাই) এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেন, রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুটি এসইউ-৩০ যুদ্ধবিমান স্নেক আইল্যান্ডের উপর দিয়ে উড়ে গেছে।
এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ রুশ বিমানবাহিনীর দুটি এসইউ-৩০ প্লেন স্নেক আইল্যান্ডে (জেমিনি দ্বীপ) দুবার ফসফরাস বোমা হামলা চালায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (৩০ জুন) এ দ্বীপটি থেকে সেনা সরিয়ে নেয়। মস্কো বলেছে, তাদের এ সিদ্ধান্ত এটি প্রমাণ করতে যে, রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দর থেকে শস্য রফতানিতে জাতিসংঘের প্রচেষ্টায় হস্তক্ষেপ করবে না। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তারা দ্বীপটিতে বোমা হামলা চালায়।
এ ঘটনার পর ইউক্রেনীয় সেনারা রাশিয়াকে ‘তার নিজস্ব ঘোষণাকেও সম্মান করতে অক্ষম’ বলে মন্তব্য করেছে।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ২ জুলাই, ২০২২
এমজে