ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গবেষণা-উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার ঘোষণা সৌদি যুবরাজের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুলাই ২, ২০২২
গবেষণা-উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার ঘোষণা সৌদি যুবরাজের  সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

 গবেষণা, উন্নয়ন প্রকল্পে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।

 

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

২০ বছরের এই পরিকল্পনার মধ্যে রয়েছে স্বাস্থ্য, টেকসই পরিবেশ, জ্বালানি ও শিল্পে নেতৃত্ব প্রদান এবং ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যত অর্থনীতির ক্ষেত্রে উন্নয়ন।

 এসব পরিকল্পনা বাস্তবায়নে সৌদি ক্রাউন প্রিন্সের নেতৃত্বে একটি উচ্চতর কমিটি গঠনের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন খাত পুনর্গঠন করা হবে।  এই পরিকল্পনায় সৌদি আরবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে হাজার হাজার মানুষের চাকরির সুযোগ তৈরি হবে।  

সূত্র: আরব নিউজ 

বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, জুলাই ০২, ২০২২
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।