যুক্তরাজ্য সরকারের আরও দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার ( ৬ জুলাই) তারা পদত্যাগ করেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পর দেশটির শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্সে ও জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে যুক্তরাজ্যের শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্সে বলেন, পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
এদিকে ব্রিটিশ জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট জানিয়েছেন, সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলায় পদত্যাগ করছেন তিনি ।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার( ৭ জুলাই) যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন।
প্রভাবশালী এই দুই মন্ত্রীর পদত্যাগে সরকার রক্ষার চাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনার বিধি লঙ্ঘন করে একাধিক পার্টি আয়োজন করে সমালোচিত হয়েছিলেন বরিস জনসন। এজন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে পদত্যাগের চাপে ছিলেন তিনি। যদিও তিনি পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে উতরে যান।
সরকার পরিচালনায় বরিস জনসনের সক্ষমতা নিয়ে নিজ দল ও দলের বাইরে তার ব্যাপক সমালোচনা রয়েছে। সম্প্রতি নতুন করে কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। রক্ষণশীল দলের এমপি ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ সম্পর্কে আগে থেকেই জানতেন বরিস জনসন। এরপরও তাকে সরকারের ডেপুটি চিফ হুইপ করেন প্রধানমন্ত্রী জনসন।
এ ঘটনা প্রকাশ্যে এলে আবারও ক্ষমা চান বরিস জনসন। তবে নিজ দল থেকেই এবার তার পদত্যাগের দাবি উঠেছে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ৬ জুলাই, ২০২২
ইআর