ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে শক্তিশালী ১০টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় দুটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র লাইভ আপডেটে বলা হয়েছে, রাতভর দশটি বিস্ফোরণের ঘটনা ঘটে মাইকোলাইভে। শহরের মেয়র ওলেকসান্ডার সেয়েনকিয়েভিচ এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
বিস্ফোরণের ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য দেননি সেয়েনকিয়েভিচ। আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধানের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, দুটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক সামরিক প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবারের (১৪ জুলাই) ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।
গত কয়েকদিন ধরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে ব্যাপক যুদ্ধ হচ্ছে। খেরসন অঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলো সম্মুখযুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে।
ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, রাশিয়ার দখলকৃত এলাকাটি ফিরে পেতে জোরালো লড়াই শুরু করেছে সেনারা।
বাংলাদেশ সময় : ১৮১২ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২২
এমজে