পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মী সকালবেলা আবর্জনা সংগ্রহের পর তা ময়লার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। তাতেই ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাঁধাই করা দুটি ছবি।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরাতে ঘটেছে এমন ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই পরিচ্ছন্নতাকর্মী ময়লার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন স্থানীয় কয়েকজন লোক তাকে দাঁড় করিয়ে ময়লার গাড়ি থেকে নরেন্দ্র মোদি আর যোগী আদিত্যনাথের ছবির বের করে আনেন। তখন এক স্থানীয় বলেন, ‘গাড়িতে তো আব্দুল কালামেরও ছবি আছে।
পরে স্থানীয়রা ওই কর্মীকে জিজ্ঞেস করা হয়, তিনি মোদি ও যোগীর ছবি কোথা থেকে পেলেন? জবাবে তিনি বলেন, আমার কোনো দোষ নেই। ডাস্টবিনে ছবিগুলো পড়ে ছিল। আমি শুধুমাত্র সেগুলো তুলে নিয়েছি।
পৌরসভার অতিরিক্ত কমিশনার সত্যেন্দ্রকুমার তিওয়ারি বলেন, আমরা খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নিয়েছি। ওই সাফাইকর্মীকে ছাঁটাই করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময় : ১০৫৫ ঘণ্টা, ১৮ জুলাই, ২০২২
ইআর